Admission going on for new session 2026.
আমাদের সম্পর্কে
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
হেরিটেজ মিশন এক সুমহান লক্ষ নিয়ে এগিয়ে চলেছে। শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারে, তারা যাতে নিজ নিজ চারপাশে থাকা ব্যক্তি, পরিবার, প্রতিবেশি, সমাজ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্যপরায়ণ হয়-এ ব্যাপারে আমরা সর্বাধিক যত্নবান হতে চেয়েছি। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সাফ্যলের সাথে বিচরণ করার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যাতে নিজ পিতা-মাতা, আত্মীয়স্বজন ও গুরুজনদের প্রতি যত্নবান হয় সে দিকেও থাকে মিশনের সজাগ দৃষ্টি এবং দিক-নির্দেশনা।

আমাদের বৈশিষ্ট্য
- প্রশিক্ষিত, অভিজ্ঞ, দক্ষ এবং সুশিক্ষিত শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী দ্বারা পঠন পাঠন।
- আবাসিক ও অর্ধ আবাসিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সার্বিক বিকাশের ধারাবাহিক প্রচেষ্টা।
- আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষার অসামান্য মেলবন্ধনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের চেতনাকে জাগ্রত করা।
- আবাসিক শিক্ষার্থীদের হাদিসের জীবনশৈলির শিক্ষার সঙ্গে শুদ্ধ উচ্চারনে তাজবীদ এবং তাফসীর সহ কুরাআন শিক্ষা প্রদান করা হয়।
- স্পোকেন ইংলিশ ক্লাস সহযোগে English Environment গড়ে তোলা।
- তৃতীয় শ্রেণী থেকেই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগি ব্যক্তিত্ব গড়ে তোলা।
- আবাসিক ছাত্রদের নিয়মিত শরীর চর্চার ব্যবস্থা।
- আধুনিক প্রযুক্তি তথা অডিও ভিসুয়াল সিস্টেমে শিক্ষা প্রদানের সু-ব্যবস্থা।
- জরুরী প্রয়োজনে অন-লাইন ক্লাস করানোর সু-ব্যবস্থা।
- অন-লাইন পেমেন্টের সু-ব্যবস্থা।
- অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা আলাদা আলাদা ট্রেনার দ্বারা ক্যারাটে ক্লাসের সুব্যবস্থা।
- CC-TV-র সাহায্যে সার্বক্ষণিক নজরদারি।
Notice Board
সভাপতির কলমে

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
হেরিটেজ মিশন এক সুমহান লক্ষ নিয়ে এগিয়ে চলেছে। শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারে, তারা যাতে নিজ নিজ চারপাশে থাকা ব্যক্তি, পরিবার, প্রতিবেশি, সমাজ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্যপরায়ণ হয়-এ ব্যাপারে আমরা সর্বাধিক যত্নবান হতে চেয়েছি। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সাফ্যলের সাথে বিচরণ করার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যাতে নিজ পিতা-মাতা, আত্মীয়স্বজন ও গুরুজনদের প্রতি যত্নবান হয় সে দিকেও থাকে মিশনের সজাগ দৃষ্টি এবং দিক-নির্দেশনা।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সকল প্রকার মাধ্যম অবলম্বন গ্রহণ হলো আমাদের অন্যতম বৈশিষ্ট্য। বিগত দিনগুলিতে আমাদের সম্মানীয় শিক্ষক-শিক্ষিকামন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রম এতদঞ্চলে আমাদের মিশনের রেজাল্টকে এক অন্য উচ্চতা প্রদান করেছে। আগামীতেও আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতা নিয়ে আমরা আমাদের লক্ষ্যে দৃঢ়তার সাথে অগ্রসর হবো এবং মিশনকে দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নিত করবো-এই প্রত্যাশা রাখি।
সম্পাদকের কলমে

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
আমাদের সন্তান-সন্ততি হল আমাদের চোখের আলো, আমাদের অন্তরের প্রশান্তি। তাদের জন্য আমরা যা কিছু দিতে পারি, সুশিক্ষা হল তার মধ্যে শ্রেষ্ঠতম উপহার। সন্তান-সন্ততির জন্য সুশিক্ষার ব্যবস্থাপনা করা আমাদের অন্যতম দায়িত্বও বটে। তবেই তারা ঘরে, বাইরে সমাজে-সর্বত্র দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে উঠবে। আধুনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটালেও তাদের নৈতিক মূল্যবোধের চেতনায় উন্নতি করতে বহুলাংশে ব্যর্থ প্রমাণিত হয়েছে। শুধু আধুনিক শিক্ষা কিংবা শুধু ধর্মীয় শিক্ষা আমাদের নব প্রজন্মকে করেছে ক্ষতিগ্রস্ত।
হেরিটেজ মিশন এমন এক শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠিত করেছে, যেখানে প্রচলিত আধনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক চেতনা সম্বলিত শিক্ষার সার্থক মেলবন্ধন সৃষ্টি হয়েছে। ফলে এখানে আপনার ছেলে-মেয়ে সুশিক্ষিত, প্রশিক্ষিত দক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা একাধারে বিষয়ভিত্তিক পঠন-পাঠন লাভ করে। সেই সাথে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণময় গুন সম্বলিত নৈতিক শিক্ষার অনুশীলনও পেতে থাকে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকে পূর্ণ ও সজাগ লক্ষ্য রেখে আমাদের সন্তানতুল্য স্নেহ এবং শৃঙ্খলা দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের এক গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবই- নতুন প্রজন্মের নিকট এ আমাদের দৃঢ় অঙ্গীকার।
TIC's এর বার্তা

জন্মের পরপরই শেখা শুরু হয় এবং এই প্রক্রিয়া চলতেই থাকে। শিশুরা প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস শিখতে থাকে। আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশুরই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।. মহান মন লালন-পালনের জন্য একটি আদর্শ সূত্র হিসেবে আমাদের নবী মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা দ্বারা স্কুলটি অনুপ্রাণিত। বিদ্যালয়ের পাঠ্যক্রম শিশুর সর্বাঙ্গীণ বিকাশের কথা মাথায় রেখে শিক্ষার পাশাপাশি পাঠ্যক্রমিক কার্যক্রমের উপর আলোকপাত করে। আমি এই বলে অত্যন্ত গর্ববোধ করি যে হেরিটেজ মিশন তার তিনটি শাখা-প্রাক-প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক-এ সীমাহীন প্রতিভা নিয়ে সত্যিই আশীর্বাদিত, প্রতিটি তার নিজস্ব ক্রিয়াকলাপের সাথে গুঞ্জন করছে। সমবেদনা, উদারতা এবং সমাজকে ফিরিয়ে দেওয়ার ইসলামিক মূল্যবোধের বিকাশ ঘটাচ্ছে। আমাদের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব নিতে এবং পরিবর্তনের অনুঘটক হতে উৎসাহিত করি। আমি নিশ্চিত যে জ্ঞান ও সুষ্ঠু নৈতিক মূল্যবোধে সজ্জিত, পণ্ডিতরা তাদের উজ্জ্বলতা ও মর্যাদার সাথে এগিয়ে যাওয়ার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ।